০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিনার নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ড. মোঃ আবুল কালাম আজাদ

সেরা বিজ্ঞানী পুরস্কার ও বিশিষ্ট জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজননবিদ ড. মোঃ আবুল কালাম আজাদকে বাংলাদেশ পরমাণু কৃষি  গবেষণা ইনস্টিটিউটের( বিনা)মহাপরিচালক পদের নিযুক্ত  করা হয়েছে। গত ২৯শে মে বুধবার কৃষি মন্ত্ররালয়ে গবেষণার- ২ অধিশাখা থেকে উপসচিব তাহামিনা সুলতানার স্বাক্ষরিত এক আদেশে তাকে বিনার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত করা হয়।   এর আগে ড.মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ পরমাণু কৃষি   গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জানা গেছে ড.মোঃ আবুল কালাম আজাদ  কর্মকালীন সময়ে জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজননের অবদানের স্বীকৃতি স্বরূপ  ২০১৫ সালে বিনা থেকে সেরা বিজ্ঞানী পুরস্কার  ও প্লান্ট  ব্লিডিং অ্যান্ড জেনেটিক্স সোসাইটি অফ দ্যা ইয়ং  সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড  পেয়েছিলেন। এছাড়াও তিনি ২০১৮ সালে বাংলাদেশ একাডেমি অফ দা এগ্রিকালচার থেকে স্বর্ণপদক এবং ২০১৯ সালে বিনা থেকে intergrity Award পেয়েছেন।

ট্যাগ :

বিনার নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ড. মোঃ আবুল কালাম আজাদ

প্রকাশিত : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

সেরা বিজ্ঞানী পুরস্কার ও বিশিষ্ট জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজননবিদ ড. মোঃ আবুল কালাম আজাদকে বাংলাদেশ পরমাণু কৃষি  গবেষণা ইনস্টিটিউটের( বিনা)মহাপরিচালক পদের নিযুক্ত  করা হয়েছে। গত ২৯শে মে বুধবার কৃষি মন্ত্ররালয়ে গবেষণার- ২ অধিশাখা থেকে উপসচিব তাহামিনা সুলতানার স্বাক্ষরিত এক আদেশে তাকে বিনার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত করা হয়।   এর আগে ড.মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ পরমাণু কৃষি   গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জানা গেছে ড.মোঃ আবুল কালাম আজাদ  কর্মকালীন সময়ে জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজননের অবদানের স্বীকৃতি স্বরূপ  ২০১৫ সালে বিনা থেকে সেরা বিজ্ঞানী পুরস্কার  ও প্লান্ট  ব্লিডিং অ্যান্ড জেনেটিক্স সোসাইটি অফ দ্যা ইয়ং  সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড  পেয়েছিলেন। এছাড়াও তিনি ২০১৮ সালে বাংলাদেশ একাডেমি অফ দা এগ্রিকালচার থেকে স্বর্ণপদক এবং ২০১৯ সালে বিনা থেকে intergrity Award পেয়েছেন।