গাজীপুরের কালীগঞ্জ ইজিবাই ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার(৬ জুন) দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ-টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নলছাটা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম আহমেদ।
নিহত চালক ও যাত্রী নাম পরিচয় জানা যায়নি। আহত যাত্রী রুমানা আফরোজ (২৮) কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের শরীফ মিয়ার স্ত্রী।
শামীম আহমেদ বরেন, দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলাছাটা নামক এলাকায় কালীগঞ্জগামী একটি ইজিবাইকের সাথে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত ইজিবাইকের চালক (২৫) নিহত হয়। এ সময় দুই জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অজ্ঞাত (৩৮) এক যাত্রীর মৃত্যু হয়। এতে আরো এক যাত্রী আহত হয়। দুটি মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই এসআই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।






















