০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদ পেলে ব্যবস্থা : আইজিপি

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে, কারো অবৈধ সম্পদ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, “অবৈধভাবে সম্পদ অর্জন করার কোনো সুযোগ নেই, যাদের অবৈধ সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের শীর্ষস্থানীয় সাবেক দুই কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। পুলিশের সদস্যদের দুর্নীতি সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন খবর প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে নিয়ে আইজিপি বলেন, “অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে, আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক প্রেমের সম্পর্কে’ জড়ানোর কারণ দেখিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ প্রধান বলেন, “যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গিয়েছিল তা প্রমাণ হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি। তিনি আরও বলেন, “পুলিশের ইউনিট দেশের প্রত্যন্ত অঞ্চলেও জনগণের সেবা করে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। এর আগে তিনি বয়রা পুলিশ লাইনে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন ও বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন। পরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুর চর অঞ্চল ও কৃষকদের মাঝে জেলা প্রসাশকের গামবুট বিতরণ

পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদ পেলে ব্যবস্থা : আইজিপি

প্রকাশিত : ০৮:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে, কারো অবৈধ সম্পদ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, “অবৈধভাবে সম্পদ অর্জন করার কোনো সুযোগ নেই, যাদের অবৈধ সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের শীর্ষস্থানীয় সাবেক দুই কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। পুলিশের সদস্যদের দুর্নীতি সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন খবর প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে নিয়ে আইজিপি বলেন, “অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে, আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক প্রেমের সম্পর্কে’ জড়ানোর কারণ দেখিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ প্রধান বলেন, “যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গিয়েছিল তা প্রমাণ হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি। তিনি আরও বলেন, “পুলিশের ইউনিট দেশের প্রত্যন্ত অঞ্চলেও জনগণের সেবা করে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। এর আগে তিনি বয়রা পুলিশ লাইনে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন ও বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন। পরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।