০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

চাঁদপু‌রে কো‌হিনুর হত‌্যা মামলায় দুই আসামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় ২ আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিক (দেন্ধা রফিক) কে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (৩০ জুন ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন রায়। রায়ের
সময় আসামিরা পলাতক ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮ টায় কোহিনুর বেগম এই আসামিদের কাজ থেকে পাওনা টাকা চাইতে গেলে আসামিরা কোহিনুর বেগমকে ধারালো বটি দা দিয়ে মাথার মাঝখানে স্বজরে কোপ দিয়ে মেরে ফেলে ।
এই মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান
করেছেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ।

রা‌য়ে বিষয়ে পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী ব‌লেন, দীর্ঘ ৯ বছর পর শহ‌রের রহমতপুর এলাকায় সংঘ‌ঠিত কো‌হিনুর আক্তার হত‌্যার বিচা‌রের রায় হ‌লো। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক হত‌্যার দা‌য়ে দুইজন‌কে মৃত‌্যুদন্ডা‌দেশ দি‌য়ে‌ছে। দুই আসামী‌কে ১০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা অনাদা‌য়ে ৩ মা‌সের সাজা প্রদান ক‌রে‌ছেন। আজ‌কের এ রা‌য়ে রাষ্ট্রপক্ষ সন্তু‌ষ্টি প্রকাশ কর‌ছি।

রায় ঘোাষণার পর কো‌হিনুর আক্তা‌রের ছে‌লে শিপন ও  বোন বিউ‌টি ব‌লেন, আমার বোন‌কে ওরা কু‌পি‌য়ে নিসংশঅ‌বে হত‌্যা ক‌রে‌ছিল। দীর্ঘ ৯ বছর পর আজ‌কে পি‌পি সা‌হে‌বের সহ‌যো‌গিতায় আমরা যে রায় পে‌য়েছি তা‌তে আমরা সন্তুষ্ট। এ রা‌য়ের জন‌্য জজ সা‌হে‌বের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি ত‌বে আমরা দ্রুত রা‌য়ের বাস্তবায়ন দে‌তৈ চাই।

ট্যাগ :

চাঁদপু‌রে কো‌হিনুর হত‌্যা মামলায় দুই আসামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৯:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় ২ আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিক (দেন্ধা রফিক) কে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (৩০ জুন ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন রায়। রায়ের
সময় আসামিরা পলাতক ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮ টায় কোহিনুর বেগম এই আসামিদের কাজ থেকে পাওনা টাকা চাইতে গেলে আসামিরা কোহিনুর বেগমকে ধারালো বটি দা দিয়ে মাথার মাঝখানে স্বজরে কোপ দিয়ে মেরে ফেলে ।
এই মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান
করেছেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ।

রা‌য়ে বিষয়ে পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী ব‌লেন, দীর্ঘ ৯ বছর পর শহ‌রের রহমতপুর এলাকায় সংঘ‌ঠিত কো‌হিনুর আক্তার হত‌্যার বিচা‌রের রায় হ‌লো। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক হত‌্যার দা‌য়ে দুইজন‌কে মৃত‌্যুদন্ডা‌দেশ দি‌য়ে‌ছে। দুই আসামী‌কে ১০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা অনাদা‌য়ে ৩ মা‌সের সাজা প্রদান ক‌রে‌ছেন। আজ‌কের এ রা‌য়ে রাষ্ট্রপক্ষ সন্তু‌ষ্টি প্রকাশ কর‌ছি।

রায় ঘোাষণার পর কো‌হিনুর আক্তা‌রের ছে‌লে শিপন ও  বোন বিউ‌টি ব‌লেন, আমার বোন‌কে ওরা কু‌পি‌য়ে নিসংশঅ‌বে হত‌্যা ক‌রে‌ছিল। দীর্ঘ ৯ বছর পর আজ‌কে পি‌পি সা‌হে‌বের সহ‌যো‌গিতায় আমরা যে রায় পে‌য়েছি তা‌তে আমরা সন্তুষ্ট। এ রা‌য়ের জন‌্য জজ সা‌হে‌বের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি ত‌বে আমরা দ্রুত রা‌য়ের বাস্তবায়ন দে‌তৈ চাই।