০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

কোথায় চলবে ব্যাটারিচালিত রিকশা , নির্ধারিত হচ্ছে সড়ক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য সড়ক নির্ধারণ করে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, প্রধান সড়কগুলোতে এসব যানবাহন যেন চলাচল করতে না পারে সে ব্যবস্থা করা হবে।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা’ সংক্রান্ত ট্রাফিক বিভাগের মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অটো রিকশা চলাচলে রাস্তা নির্ধারণ হয়েছে কিনা এবং তাদের এই ব্যাপকতার লাগাম টেনে ধরার কোন ব্যবস্থা আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অটোরিকশা চালকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। প্রধান রাস্তায় তাদের চলাচলের কোন ধরনের অনুমতি নেই। ব্যাটারি চালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনোই চলাচল করা যাবে না। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তায় নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে গল্প গতির কোনো যানবাহন চলবে না। সেজন্য আমরা পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় ও আইনে প্রয়োগের মাধ্যমে করা হচ্ছে।

মেহেদী হাসান বলেন, আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা আছে। আগামীকাল, ১৬ তারিখে এবং ১৭ তারিখে পরীক্ষা হবে। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায় এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়াও ১৫ তারিখ সোমবার উল্টো রথযাত্রা আছে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা ঢাকা শহরে তাদের চলাচল বৃদ্ধি পাবে। পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুরা রয়েছে, তাজিয়া মিছিল রয়েছে। এই সময়টাতে যানজট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ও জনভোগান্তি কমাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

ফুটপাত দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রায় সময় পুলিশ ফুটপাত উচ্ছেদ করেও ফুটপাত দখল মুক্ত করতে পারছে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ কি ভাবছে!— এমন প্রশ্নে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, অধিকাংশ জায়গায় আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। উচ্ছেদের পরও কিছু কিছু জায়গায় আবারও ফুটপাত দখল করে জন-দুর্ভোগের সৃষ্টি করেছে। সেসব ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

কোথায় চলবে ব্যাটারিচালিত রিকশা , নির্ধারিত হচ্ছে সড়ক

প্রকাশিত : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য সড়ক নির্ধারণ করে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, প্রধান সড়কগুলোতে এসব যানবাহন যেন চলাচল করতে না পারে সে ব্যবস্থা করা হবে।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা’ সংক্রান্ত ট্রাফিক বিভাগের মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অটো রিকশা চলাচলে রাস্তা নির্ধারণ হয়েছে কিনা এবং তাদের এই ব্যাপকতার লাগাম টেনে ধরার কোন ব্যবস্থা আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অটোরিকশা চালকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। প্রধান রাস্তায় তাদের চলাচলের কোন ধরনের অনুমতি নেই। ব্যাটারি চালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনোই চলাচল করা যাবে না। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তায় নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে গল্প গতির কোনো যানবাহন চলবে না। সেজন্য আমরা পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় ও আইনে প্রয়োগের মাধ্যমে করা হচ্ছে।

মেহেদী হাসান বলেন, আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা আছে। আগামীকাল, ১৬ তারিখে এবং ১৭ তারিখে পরীক্ষা হবে। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায় এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়াও ১৫ তারিখ সোমবার উল্টো রথযাত্রা আছে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা ঢাকা শহরে তাদের চলাচল বৃদ্ধি পাবে। পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুরা রয়েছে, তাজিয়া মিছিল রয়েছে। এই সময়টাতে যানজট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ও জনভোগান্তি কমাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

ফুটপাত দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রায় সময় পুলিশ ফুটপাত উচ্ছেদ করেও ফুটপাত দখল মুক্ত করতে পারছে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ কি ভাবছে!— এমন প্রশ্নে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, অধিকাংশ জায়গায় আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। উচ্ছেদের পরও কিছু কিছু জায়গায় আবারও ফুটপাত দখল করে জন-দুর্ভোগের সৃষ্টি করেছে। সেসব ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে