০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ছাত্রদলের শোক রালি

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গণহত্যায় শহীদদের স্মরণে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে র‍্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবর, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, পৌর সভাপতি আবুল বারাকাত সৌওরাভ, কলেজ সভাপতি হাছিবুর রহমান ওভি, সদর থানা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সদস্য সচিব বায়েজিদ ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহেদ জাহাঙ্গীরসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরে মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

লক্ষ্মীপুরে ছাত্রদলের শোক রালি

প্রকাশিত : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গণহত্যায় শহীদদের স্মরণে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে র‍্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবর, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, পৌর সভাপতি আবুল বারাকাত সৌওরাভ, কলেজ সভাপতি হাছিবুর রহমান ওভি, সদর থানা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সদস্য সচিব বায়েজিদ ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহেদ জাহাঙ্গীরসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।