পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার বিকাল ৪ টায় উপজেলার পৌরসদর বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে ৪টি মামলায় সর্বমোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান, দৈনিন্দন কাঁচা বাজারের দোকান, খেজুরের দোকান, ফলের দোকান ও চাউলের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে মোট ৪টি মামলায় ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রিয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারীর পাশাপাশি মজুদদারীর বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগীতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
এর আগে গত শনিবার বিকালে সীতাকুণ্ড পৌরসদর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
ডিএস