ড. মোশাররফ ফাউন্ডেশন এর প্রবাসী কমিটি সিঙ্গাপুর শাখার ১২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ড. খন্দকার মারুফ হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হাসান, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সংগঠনিক সম্পাদক কামরুল হাসান লালন ।
এবং ১ নং সহ-সভাপতি ওমর ফারুক সরকার ও ২ নং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সরকার ।
নতুন এ কমিটি সিঙ্গাপুরের প্রতিটি ইউনিটে কুমিল্লা জেলার প্রবাসীদের কল্যাণে সংগঠনটির কর্মকাণ্ড পরিচালনা করবে। তারা দেশের উন্নয়নে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশের অর্থনৈতিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করবে।
নতুন কমিটির সদস্যরা জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অসামান্য ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসীরা।
একমাত্র সাফল্যের উদ্দেশ্যে সংগঠনটি তাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করার শ্লোগান নিয়ে এগিয়ে যাবে।