হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং শিল্পকারখানায় তুুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত ৫ শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে। রবিবার রাত পৌনে ৮ টায় হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ,ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান,রোববার সন্ধ্যা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পড়ে গেছে।খবর হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
মাধবপুরে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন,আগুনের সুত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। তবে গুদামের সব তুলা পুড়ে গেছে।
ডিএস../