ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
এ লক্ষে গতকাল সোমবার এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও উপজেলা পরিষদ চত্বরে মহড়ার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি উল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী খন্দকার সফিউল্লাহ খন্দকার প্রমুখ।
ডিএস./