কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিমানবাহিনীর কর্মকর্তা, কেউ ব্যবসায়ী,কেউ বিভিন্ন কাজে চাকরিজীবী আবার কেউবা প্রবাসী।বিভিন্ন পেশার কাজের ব্যস্ততা ও ব্যক্তিগত কাজ কর্ম ফেলে ছুটে আসে স্কুল বন্ধুদের হৃদয়ের টানে।
এমনই এক দৃশ্যের অবতারণা হয় মোগরাপাড়া এইচ জি. জি. এস. স্মৃতি সরকারি বিদ্যায়তনের ব্যাচ ১০ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠানে। প্রায় ১৫ বছর পর আগে যে সব শিশু কিশোররা সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া এইচ.জি. জি. এস. স্মৃতি সরকারি বিদ্যায়তনে চৌহদ্দিতে হাতে হাত ধরে ঘুরে বেড়াতো, কখনও টিফিন টাইমে আবার কখনও ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ফুটবল ও ক্রিকেট খেলায় মত্ত হতো।সময়ের পরিক্রমায় তারা এখন দেশ বিদেশে একেক জন একেক জায়গায় কর্মব্যস্ত হয়ে উঠেছে।
কিন্তু হৃদয়ের টানে স্কুলের ৭০-৮০ সহপাঠী ইফতারে অংশ নেয়। জীবন ও জীবিকার টানে সবাই কর্মব্যস্ত জীবন কাটালেও শুধুমাত্র ইফতার অনুষ্ঠানে যোগ দিতে তারা ছুটে আসেন। মোগরাপাড়া চৌরাস্তায় এস. এ. গ্রীন লাউঞ্জ রুপটপ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার পার্টিতে। ইফতারের আগ মুহূর্তে সবার জন্য দোয়া পরিচালনা করেন ব্যাচ ১০ এর শিক্ষার্থী।পরে ইফতারের আগে এক দফা ও ইফতার শেষে নামাজ পড়ে আরেক দফা স্মৃতিচারণমুখর হয়ে উঠে আড্ডা ও ছবি তোলায়।