শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সীমান্তঘেষা নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামস্থ হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৬ মার্চ রোববার ভোর ৬ টার দিকে মিনি পিকআপ ভর্তি ৬০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০ টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আনিছ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত কাশেম আলী ও মাতা আনোয়ারা খাতুনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান , কনস্টেবল মেহেদী হাছান,কনস্টেবল মমিনুল ইসলাম ও গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামস্থ হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৬ মার্চ রোববার ভোর ৬ টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিছ ৬০ বোতল ভারতীয় মদ নিয়ে তার গন্তব্যস্থলে যাবার সময় উৎপেতে থাকা ডিবি পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএস..