ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে- ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবন, কাকরাইলে ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরামের সদস্যদের সার্বিক তত্বাবধানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি মিঞা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক এনামুল হক (সফর) তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাহাবুদ্দিন ভূইঁয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন, সদস্য- জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে ।
বর্তমানে যে সরকার আছে তাদের উচিত জনগণের অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের প্রধান অধিকার বলতে আমরা বুঝি ভোটের অধিকার।
হাসিনার পতন থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউই জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় থাকতে পারেনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম বিপ্লব যুব ফোরামের সিনিয়র সহ- সভাপতি কে. এম মাহাবুবুল আলম, যুব ফোরামের সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রমূখ ।
অনুষ্ঠান শেষে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিঞা মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক (সফর) তালুকদার ইফতার ও দোয়া মাহফিলে সকলের অংশগ্রহণ ও অনুষ্ঠান বাস্তবায়ন করায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিও বার্তায় ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ও যুব ফোরামের সকল সেচ্ছাসেবক ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন ।