১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বাঁশবাড়িয়া-সন্দ্বীপ নৌপথে পরিক্ষামূলক চলাচল করেছে ফেরী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পরীক্ষামূলক ফেরী চলাচল করেছে।

গতকাল বুধবার বাঁশবাড়িয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে নৌপথে কপোতাক্ষ নামের ফেরীটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। এর আগে নৌপথে ফেরী সার্ভিস পরিচালনার পরীক্ষারমূলক যাত্রা সম্পূর্ণ করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ ফুয়েল সেলের নির্বাহী প্রকৌশলী গোলাম মাওলা, ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান ও ব্যবস্থাপক (মেরিন) মোহাম্মদ হানিফকে ফেরীতে অন বোর্ড থাকার জন্য নির্দেশনা দেন। এছাড়া বিআইডব্লিউটিএ’র (মেরিন) বিভাগের মহাব্যবস্থাপক বাপ্পী কুমার অধিকারীর নেতৃত্বে ফেরী চলাচলের সময়সূূচী নির্ধারণের জন্য গঠিত কমিটির সাথে আলোচনা করে ট্রায়ালের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়।

এর আগে গত বুধবার ফেরী চলাচলে সময়সূচী নির্ধারণে বাপ্পী কুমার অধিকারীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিআইডব্লিউটিএ। জোয়ার ভাটা, পানির উচ্চতা ও ঘাট সমূহের ল্যান্ডিং পয়েন্ট, চন্দ্র পক্ষের দিনে জোয়ার অনুযায়ী ঘাট সমূহে কতক্ষণ কার্যক্রম থাকবে, কতক্ষণ পানি উপরে থাকবে, কতক্ষণ পানি নিচে থাকবে, জোয়ার ভাটা পানির উচ্চতা অনুযায়ী পল্টনের র‍্যাম্পের এঙ্গেল বিবেচনা নিয়ে আনলোডিং করা পর্যন্ত কি পরিমাণ সময় লাগবে ইত্যাদি বিষয়ে বিবেচনা নিয়ে উভয় প্রান্তে ফেরী চলাচলের জন্য আগমন ও নির্গমন সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হবে দীর্ঘ প্রতিক্ষিত বাঁশবাড়িয়া-সন্দ্বীপ নৌপথে ফেরী চলাচল।

ডিএস../

ট্যাগ :

মামলা হলেই গ্রেপ্তার নয়,নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন : আইজিপি

বাঁশবাড়িয়া-সন্দ্বীপ নৌপথে পরিক্ষামূলক চলাচল করেছে ফেরী

প্রকাশিত : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পরীক্ষামূলক ফেরী চলাচল করেছে।

গতকাল বুধবার বাঁশবাড়িয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে নৌপথে কপোতাক্ষ নামের ফেরীটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। এর আগে নৌপথে ফেরী সার্ভিস পরিচালনার পরীক্ষারমূলক যাত্রা সম্পূর্ণ করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ ফুয়েল সেলের নির্বাহী প্রকৌশলী গোলাম মাওলা, ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান ও ব্যবস্থাপক (মেরিন) মোহাম্মদ হানিফকে ফেরীতে অন বোর্ড থাকার জন্য নির্দেশনা দেন। এছাড়া বিআইডব্লিউটিএ’র (মেরিন) বিভাগের মহাব্যবস্থাপক বাপ্পী কুমার অধিকারীর নেতৃত্বে ফেরী চলাচলের সময়সূূচী নির্ধারণের জন্য গঠিত কমিটির সাথে আলোচনা করে ট্রায়ালের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়।

এর আগে গত বুধবার ফেরী চলাচলে সময়সূচী নির্ধারণে বাপ্পী কুমার অধিকারীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিআইডব্লিউটিএ। জোয়ার ভাটা, পানির উচ্চতা ও ঘাট সমূহের ল্যান্ডিং পয়েন্ট, চন্দ্র পক্ষের দিনে জোয়ার অনুযায়ী ঘাট সমূহে কতক্ষণ কার্যক্রম থাকবে, কতক্ষণ পানি উপরে থাকবে, কতক্ষণ পানি নিচে থাকবে, জোয়ার ভাটা পানির উচ্চতা অনুযায়ী পল্টনের র‍্যাম্পের এঙ্গেল বিবেচনা নিয়ে আনলোডিং করা পর্যন্ত কি পরিমাণ সময় লাগবে ইত্যাদি বিষয়ে বিবেচনা নিয়ে উভয় প্রান্তে ফেরী চলাচলের জন্য আগমন ও নির্গমন সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হবে দীর্ঘ প্রতিক্ষিত বাঁশবাড়িয়া-সন্দ্বীপ নৌপথে ফেরী চলাচল।

ডিএস../