ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্ন মানের বালি ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে শ্রমিকদের হামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামুন, রাব্বিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মনপুরা হাসপাতাল ও পরে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৯ মার্চ) সকালে জেলা মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া নুরুদ্দিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াসউদ্দিন মিঝির নেতৃত্বে হেলাল চৌধুরী, পলাশ চৌধুরী দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে এই ঘটনা ঘটনায়।
আহত অবস্থায় নিহত রাশেদকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার সময় অ্যাম্বুলেন্স মধ্যে চাঁদপুরের কাছাকাছি মারা যায়। নিহত রাশেদ (২৭) ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের আবুল কালাম ছেলে।
মনপুরা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরী জানান, মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সরকার বেড়িবাঁধের কাজ করতে ছিলো। সেই কাজটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন মিঝি নি¤œমানের বালু বস্তার কাজ করতে ছিলো। সেই কাজকে বাঁধা দেওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী গিয়াস উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে রাশেদ, মামুন, রাব্বির হামলা চালানো হয়। এতে রাশেদ নিহত হয় ও অন্যার্য গুরুত্ব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি ও দোষীদের শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি আহসান কবির বলেন, আহতের পরিবার মাত্র থানায় আসছে এখন মামলা প্রস্তুতি চলছে।