লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসা চালক নিজাম উদ্দিন(৪৫) নিহত ও ৬জন আহত হয়েছে। এদের মধ্যে রিপন হোসেন ও কুলসুম বেগমসহ তিনজনের অবস্থায় আশংকাজন বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক। নিহত নিজাম উদ্দিন কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার আলী আকবরের ছেলে। সোমবার সন্ধ্যায় রামগতি-কমলনগর সড়কের মিল্লাত একাডেমী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে অটোরিকসাটি হাজিরহাট থেকে রামগতির করুনা নগরের দিকে যাচ্ছিলেন। মিল্লাত একাডেমী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপভ্যানের সাথে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকসা চালক নিজাম উদ্দিন,যাত্রী রিপন হোসেন ও কুলসুম বেগমসহ ৭জন আহত হয়। এদের মধ্যে আহতদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ও, পরে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় অটোরিকসা চালক নিজাম উদ্দিন। অন্য আহতদের মধ্যে তিনজনের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, পথেই মারা যান নিজাম উদ্দিন। অন্য আহত দুইজনকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক। এছাড়া আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আরো ৬জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থায় আশংকাজনক। এছাড়া পিকআপভ্যান চালকের আটকের চেষ্টা চলছে।
১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে পিকআপভ্যান ও অটোরিকসা মুখোমুখি সংঘর্ষ নিহত,১ আহত ৬
-
নাজিম উদ্দিন রানা:
- প্রকাশিত : ০৮:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- 34
ট্যাগ :
জনপ্রিয়