ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে নওগাঁ সরকারি কলেজ কাম্পাসে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। বিক্ষোভ থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে বিক্ষোভকারীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ কাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ সরকারি কলেজের গেটে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। বিক্ষোভে নওগাঁ সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় তারা ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘নেতানিয়াহু/ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘ইসরায়েল সমর্থক আর্জেন্টিনা ব্রাজিল, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ছাত্র-জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান।
নওগাঁ সরকারি কলেজের বোটানি বিভাগের শিক্ষার্থী উম্মে হুরায়রা বলেন, গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কী বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? আজ মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কী শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েল কে যারা সমর্থন করবে তাদেরকেও বয়কট করতে হবে।
একই দিনে নওগাঁর কেন্দ্রীয় মসজিদ পশ্চিম গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বররোচিত হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও নওগাঁর মহাদেবপুর, মান্দা, পত্নীতলা উপজেলার নজিপুর জিরো পয়েন্ট, ধামইরহাট উপজেলা, মাতাজি হাট, বিটিপিটি প্রশিক্ষণার্থী পিটিআই নওগাঁ সহ বিচ্ছিন্নভাবে জেলার আরো বেশ কিছু জায়গায় সর্বস্তরের মুক্তিকামী তৌহিদী জনতার উদ্যোগে মজলুম গাজাবাসীদের হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ডিএস../