বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগামী আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ড্রাফটের আগেই। নিজেদের সাফল্যের ধারা ধরে রাখতে তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে এই ক্রিকেটারদের নাম প্রকাশে কৌশলী ভূমিকা নিচ্ছে দলটি।
দলের কর্ণধার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।
কিন্তু এখনই তাদের নাম প্রকাশ করছি না। কারণ অন্য দলগুলো কৌশলগতভাবে বিষয়টি কাজে লাগাতে পারে। তারা ওই খেলোয়াড়দের বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তাই আমরা চূড়ান্ত ম্যাচে মাঠে নামার দিনই জানাবো কারা খেলছে আমাদের হয়ে।
গত আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামেন শাহীন শাহ আফ্রিদির মতো তারকা। যিনি ছিলেন পুরো আসরের সবচেয়ে বড় নাম। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো অভিজ্ঞ বিদেশিরা।
তবে গত মৌসুমে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
এ প্রসঙ্গে মিজান বলেন, ‘জিমি নিশাম আমাদের স্কোয়াডে ছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। আমাদের পরিকল্পনায় তিনি ছিলেন যদি খুলনার বিপক্ষে খেলা হতো। কিন্তু প্রতিপক্ষ যখন চট্টগ্রাম হলো, স্কোয়াড কম্বিনেশনের কারণে তাকে খেলানো হয়নি। তবু তিনি দলের সঙ্গে থেকে অবদান রেখেছেন এবং জয়ী দলের অংশ হয়ে আনন্দ উপভোগ করেছেন।’
ডিএস.

























