০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন শুরু করলো বিএনপি নেতাকর্মীরা 

খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের উদ্যোগ নেন জিয়াউর রহমান –  হাজী আমিনুর রশিদ ইয়াছিন

  • আয়েশা আক্তার
  • প্রকাশিত : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 4
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় উন্নয়নে তাঁর দূরদর্শিতা ছিল বিস্তৃত ও সময়োপযোগী।জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর।
কুমিল্লা শহরতলীর চাঁনপুরে দুই দশকেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা পুনঃখনন কাজ শুরু করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪আগস্ট) সকালে এ কাজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
পুনঃখনন কাজে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, আশেপাশের খাল ও নালা দখল, ভরাট ও দূষণের কারণে চাঁনপুর ও শুভপুর এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা গত দুই যুগ ধরে পানিবন্দি অবস্থায় দুর্ভোগের সাথে জীবন যাপন করে আসছিলেন। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। খাল ও নালা পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের এই দুরবস্থা থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।
এসময় হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি। আমরা রাজনৈতিক দল হিসেবে শুধু নয়, জনগণের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ।
ইউসুফ মোল্লা টিপু বলেন, স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এটি আমাদের সামাজিক দায়িত্ব, যাতে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।
স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপির নেতাকর্মীরা করে দেখিয়েছে।
ডিএস./
ট্যাগ :

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন শুরু করলো বিএনপি নেতাকর্মীরা 

খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের উদ্যোগ নেন জিয়াউর রহমান –  হাজী আমিনুর রশিদ ইয়াছিন

প্রকাশিত : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় উন্নয়নে তাঁর দূরদর্শিতা ছিল বিস্তৃত ও সময়োপযোগী।জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর।
কুমিল্লা শহরতলীর চাঁনপুরে দুই দশকেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা পুনঃখনন কাজ শুরু করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪আগস্ট) সকালে এ কাজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
পুনঃখনন কাজে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, আশেপাশের খাল ও নালা দখল, ভরাট ও দূষণের কারণে চাঁনপুর ও শুভপুর এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা গত দুই যুগ ধরে পানিবন্দি অবস্থায় দুর্ভোগের সাথে জীবন যাপন করে আসছিলেন। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। খাল ও নালা পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের এই দুরবস্থা থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।
এসময় হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি। আমরা রাজনৈতিক দল হিসেবে শুধু নয়, জনগণের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ।
ইউসুফ মোল্লা টিপু বলেন, স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এটি আমাদের সামাজিক দায়িত্ব, যাতে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।
স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপির নেতাকর্মীরা করে দেখিয়েছে।
ডিএস./