জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) চান্দিনা পালকি সিনেমা হলের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আতিকুল আলম শাওন এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিজবি আলম মুন্সী। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লা। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হোসেন ও যুগ্ম আহ্বায়ক মাজারুল হক মাসুম পাঠান বক্তব্য প্রদান করেন। জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি রঙিন র্যালি বের হয় যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়ক প্রদক্ষিণ করে। পরে দাউদকান্দি উপজেলার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আঙিনায় একাধিক ফলজ চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন।