চট্টগ্রাম জেলা প্রশাসক বলেছেন, মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে। গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্তা ও সহযোগীতার সম্পর্ক আরো সুদৃঢ় করবে।
গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ।
ডিসি ফরিদা খানম বলেন, সরকার জনগণের সেবায় বদ্ধপরিকর। এ ধরনের গণশুনানি আমাদের সরাসরি সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সহায়তা করে। তিনি ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন এবং শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। প্রশাসন জনগণের পাশে আছে, প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ বলেন, প্রথমবারের মতো সীতাকুণ্ডের সলিমপুরে স্থানীয়দের সরাসরি কথা শোনার সুযোগ তৈরী হলো। জেলা প্রশাসকের উদ্যোগে প্রতিটি উপজেলায় এমন গণশুনানি আয়োজন করা হবে।
উল্লেখ্য যে চট্টগ্রাম জেলার ১৯১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬ টিতে নেই কোন জনপ্রতিনিধি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসন ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করার এ উদ্যোগ নেন। দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।
ভূমি সংক্রান্ত জটিলতা,স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, কিশোর গ্যাং, রাস্তা মেরামত, কালভার্ট নিমাণ, বিদ্যুৎ সংযোগ, শ্মশান সংস্কার, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ প্রধানত এই সব বিষয় ওঠে আসে গণশুনানিতে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, এ গণশুনানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের বাস্তব পদক্ষেপ। ধারাবাহিকভাবে এধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে সাধারণ মানুষ মনে করছেন।
অনুষ্ঠানে ১০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে।
অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক ফরিদা খানম সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ্, এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ প্রমুখ।
ডিএস./