১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাবা হারালেন ‘নাতি’খ্যাত নিপু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 25

দেশের শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে অভিনেতা শওকত আলী তালুকদার নিপু তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।

জনপ্রিয় এই অভিনেতার বাবা বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুরে রওয়ানা হয়েছে নিপুর পরিবার। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তারা তিন ভাই ও এক বোন।

তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ইত্যাদির নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাবা হারালেন ‘নাতি’খ্যাত নিপু

প্রকাশিত : ০৩:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দেশের শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে অভিনেতা শওকত আলী তালুকদার নিপু তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।

জনপ্রিয় এই অভিনেতার বাবা বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুরে রওয়ানা হয়েছে নিপুর পরিবার। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তারা তিন ভাই ও এক বোন।

তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ইত্যাদির নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ডিএস./