বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান পোক্ত করেছেন এই অভিনেত্রী। যদিও সাম্প্রতিক সময়ে নতুন কোনো প্রজেক্টে ব্যস্ত নন, তবুও বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানগুলোতে নিয়মিতই দেখা যায় তাকে।
সম্প্রতি একটি সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
পারফিউমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের যেমন ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এই ধরনের সুগন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। ফারিণের সাথেও এই বিষয়ে আমি একমত।’
পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন।’
তার মতে, পারফিউম কেবল সুগন্ধ নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। সাবিলা বলেন, ‘আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়।’
অভিনেত্রী তাসনিয়া ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এই আয়োজনে।
ডিএস./