১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ধামইরহাটে জোড়া লাগানো আলোচিত জমজ শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলায় বুকে জোড়া লাগানো সেই আলোচিত জমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জন্মের প্রায় এক মাসের মধ্যেই না ফেরার দেশে চলে গেলো বিরল এই দুই শিশু।

জানা গেছে, জমজ শিশুদের পিতা পল্লব মার্ডি ধামইরহাট পৌর এলাকার চকযদু (টিএন্ডটি) এলাকার বাসিন্দা। গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে বুকে জোড়া লাগানো অবস্থায় ওই দুই কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই তাদের শারীরিক অবস্থা ছিল ঝুঁকিপূর্ণ।

শিশুদের নানা মমেষ বাস্কে জানান, জন্মের পরপরই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হয়। এক পর্যায়ে শিশুদের জোড়া লাগানো অংশ পৃথক করার জন্য অস্ত্রোপচারের উদ্দেশ্যে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ করে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দুই শিশুর মৃত্যু হয়।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বলেন, “শুক্রবার সকালে শিশুদের অবস্থা কিছুটা ভালো থাকায় তারা হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যান। তবে রাতে আবার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি।”

বুকে জোড়া লাগানো বিরল এই জমজ শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

ডিএস,

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধামইরহাটে জোড়া লাগানো আলোচিত জমজ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০১:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাট উপজেলায় বুকে জোড়া লাগানো সেই আলোচিত জমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জন্মের প্রায় এক মাসের মধ্যেই না ফেরার দেশে চলে গেলো বিরল এই দুই শিশু।

জানা গেছে, জমজ শিশুদের পিতা পল্লব মার্ডি ধামইরহাট পৌর এলাকার চকযদু (টিএন্ডটি) এলাকার বাসিন্দা। গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে বুকে জোড়া লাগানো অবস্থায় ওই দুই কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই তাদের শারীরিক অবস্থা ছিল ঝুঁকিপূর্ণ।

শিশুদের নানা মমেষ বাস্কে জানান, জন্মের পরপরই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হয়। এক পর্যায়ে শিশুদের জোড়া লাগানো অংশ পৃথক করার জন্য অস্ত্রোপচারের উদ্দেশ্যে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ করে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দুই শিশুর মৃত্যু হয়।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বলেন, “শুক্রবার সকালে শিশুদের অবস্থা কিছুটা ভালো থাকায় তারা হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যান। তবে রাতে আবার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি।”

বুকে জোড়া লাগানো বিরল এই জমজ শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

ডিএস,