০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রোহিঙ্গাদের জন্য রাজস্ব কর্মীদের একদিনের বেতন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • 9762

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারির এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন-১) ড. আবদুর রহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৪ আগস্ট বন্যা দুর্গতদের সহায়তায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ও এর আওতাধীন এনবিআরসহ চারটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সে সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এনবিআরের আওতাধীন সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন দেওয়া হবে। সেজন্য এনবিআরের আওতাধীন সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারির এক দিনের বেতন ব্যাংক হিসাব বা অনলাইনে জমাদানের অনুরোধ করা হলো। একদিনের বেতন দ্বিতীয় সচিব, বোর্ড প্রশাসন, হিসাব নং-৪৪১২৩৩৩০১২৯৭২, সোনালী ব্যাংক লিমিটেড, শাখা-৪৪১২৩, কাকরাইল, রমনা, ঢাকা শাখায় জমা দেওয়ার অনুরোধ করা হলো। এ ব্যাংক হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের বেতন কর্তন বা জমার স্লিপের স্ক্যান কপি ই-মেইল (([email protected], [email protected]) পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআর সূত্র জানায়, এনবিআরের সকল কমিশনারেট, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের মূল বেতন ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। এর আগে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিদেশ থেকে আসা সকল প্রকার ত্রাণ সামগ্রী ও সহায়তা শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে এনবিআর। প্রসঙ্গত, বন্যা দুর্গতদের সহায়তায় আইআরডি ও এর আওতাধীন এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল থেকে কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন ৬৮ লাখ ১০ হাজার ৮৫৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫১ হাজার টাকা, এনবিআরের ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ১ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল ৮২ হাজার ৬০০ টাকা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ২৮ হাজার ২ টাকা। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান অর্থসূচকে বলেন, সরকার রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক। সরকার তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, রোহিঙ্গারাও মানুষ। তাই তাদের সহায়তায় আমরা আমাদের একদিনের বেতন দিয়ে সহায়তার চেষ্টা করেছি। এর আগে তাদের সহায়তা বিদেশ থেকে আসা ত্রাণ সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে এনবিআর।

ট্যাগ :

রোহিঙ্গাদের জন্য রাজস্ব কর্মীদের একদিনের বেতন

প্রকাশিত : ০১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারির এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন-১) ড. আবদুর রহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৪ আগস্ট বন্যা দুর্গতদের সহায়তায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ও এর আওতাধীন এনবিআরসহ চারটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সে সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এনবিআরের আওতাধীন সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন দেওয়া হবে। সেজন্য এনবিআরের আওতাধীন সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারির এক দিনের বেতন ব্যাংক হিসাব বা অনলাইনে জমাদানের অনুরোধ করা হলো। একদিনের বেতন দ্বিতীয় সচিব, বোর্ড প্রশাসন, হিসাব নং-৪৪১২৩৩৩০১২৯৭২, সোনালী ব্যাংক লিমিটেড, শাখা-৪৪১২৩, কাকরাইল, রমনা, ঢাকা শাখায় জমা দেওয়ার অনুরোধ করা হলো। এ ব্যাংক হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের বেতন কর্তন বা জমার স্লিপের স্ক্যান কপি ই-মেইল (([email protected], [email protected]) পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআর সূত্র জানায়, এনবিআরের সকল কমিশনারেট, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের মূল বেতন ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। এর আগে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিদেশ থেকে আসা সকল প্রকার ত্রাণ সামগ্রী ও সহায়তা শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে এনবিআর। প্রসঙ্গত, বন্যা দুর্গতদের সহায়তায় আইআরডি ও এর আওতাধীন এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল থেকে কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন ৬৮ লাখ ১০ হাজার ৮৫৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫১ হাজার টাকা, এনবিআরের ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ১ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল ৮২ হাজার ৬০০ টাকা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ২৮ হাজার ২ টাকা। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান অর্থসূচকে বলেন, সরকার রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক। সরকার তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, রোহিঙ্গারাও মানুষ। তাই তাদের সহায়তায় আমরা আমাদের একদিনের বেতন দিয়ে সহায়তার চেষ্টা করেছি। এর আগে তাদের সহায়তা বিদেশ থেকে আসা ত্রাণ সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে এনবিআর।