০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নৌ-মন্ত্রণালয়ে ২,৮০৬ কোটি টাকার প্রকল্প

চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ৮০৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩৫টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক সভায় জানানো হয়। প্রকল্পগুলোর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২৫টি প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১০টি। এর মধ্যে এডিপিভুক্ত ২৫টি প্রকল্পের জন্য ২ হাজার ১৫৫ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্পের জন্য ৬৫১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রকল্পের গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি গত অর্থবছরের চেয়ে চলতি বছরের অগ্রগতি আরো ভাল করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। শাজাহান খান প্রকল্পগুলো দৃশ্যমান করতে প্রকল্প পরিচালকদের প্রতি ১৫ দিন পর পর প্রকল্প এলাকা পরিদর্শনের নির্দেশ দেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভায় জানানো হয়, এডিপির ২৫টি প্রকল্পের মধ্যে বিআইডবিøউটিএ’র ১০টি, বিআইডাব্লিউর দু’টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৫টি, নৌপরিবহন অধিদপ্তরের দু’টি, মন্ত্রণালয়ের একটি, পায়রাবন্দর কর্তৃপক্ষের একটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্পের মধ্যে বিআইডাব্লিউরটিএ’র একটি, বিআইডাব্লিউরটিসি’র ৪টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪টি ও বিএসসির একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নৌ-মন্ত্রণালয়ে ২,৮০৬ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ০১:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ৮০৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩৫টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক সভায় জানানো হয়। প্রকল্পগুলোর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২৫টি প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১০টি। এর মধ্যে এডিপিভুক্ত ২৫টি প্রকল্পের জন্য ২ হাজার ১৫৫ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্পের জন্য ৬৫১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রকল্পের গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি গত অর্থবছরের চেয়ে চলতি বছরের অগ্রগতি আরো ভাল করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। শাজাহান খান প্রকল্পগুলো দৃশ্যমান করতে প্রকল্প পরিচালকদের প্রতি ১৫ দিন পর পর প্রকল্প এলাকা পরিদর্শনের নির্দেশ দেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভায় জানানো হয়, এডিপির ২৫টি প্রকল্পের মধ্যে বিআইডবিøউটিএ’র ১০টি, বিআইডাব্লিউর দু’টি, মংলাবন্দর কর্তৃপক্ষের ৩টি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৫টি, নৌপরিবহন অধিদপ্তরের দু’টি, মন্ত্রণালয়ের একটি, পায়রাবন্দর কর্তৃপক্ষের একটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্পের মধ্যে বিআইডাব্লিউরটিএ’র একটি, বিআইডাব্লিউরটিসি’র ৪টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪টি ও বিএসসির একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।