চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ সন্ত্রাসী ও ভূমিদস্যূ মশিউর বাহিনীর প্রধান মশিউরসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোররাত থেকে র্যাব-৭ এ অভিযান চালায়।
এসময় তাদের কাছ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, ১০টি ওয়ান শুট্যার গান, পাঁচটি এল বিডিএল, ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা।
র্যাব-৭ (চট্টগ্রাম) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাত থেকে র্যাবের বিপুল পরিমাণ সদস্য জঙ্গল ছলিমপুর ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানে ১৬টি অস্ত্র গুলি এবং এক সহযোগিসহ ১৮ মামলার আসামি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।