০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সরকার কাজ করছে: মোজাম্মেল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সরকার কাজ করছে। অধিকাংশ উপজেলার তালিকা হয়েছে। এখন পর্যন্ত ১২টি উপজেলার তালিকা প্রস্তুত করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে সব উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
.
সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘আদালতের নির্দেশের কারণে চার বছরের শিশুকেও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতা দিতে হচ্ছে। আদালতের স্থগিতাদেশের কারণে এখনো অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছে যারা নিয়মিত ভাতাও পাচ্ছে।’

তিনি বলেন, ‘আদালত ব্যাখা দিয়েছে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়া মানুষের মৌলিক অধিকার। কিন্তু আমরা বলছি, যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন। আর মুক্তিযোদ্ধাদের অধিকার স্বীকৃতি পাওয়া।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আদালতের আদেশের কারণে ১৯৭১ সালে যার বয়স চার বছর ছিল তাকেও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। সে কারণে আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সমস্যায় পড়েছি। তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি, এ সমস্যাটি পুনর্বিবেচনা করবেন আদালত।’

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সরকার কাজ করছে: মোজাম্মেল

প্রকাশিত : ০৯:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সরকার কাজ করছে। অধিকাংশ উপজেলার তালিকা হয়েছে। এখন পর্যন্ত ১২টি উপজেলার তালিকা প্রস্তুত করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে সব উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
.
সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘আদালতের নির্দেশের কারণে চার বছরের শিশুকেও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতা দিতে হচ্ছে। আদালতের স্থগিতাদেশের কারণে এখনো অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছে যারা নিয়মিত ভাতাও পাচ্ছে।’

তিনি বলেন, ‘আদালত ব্যাখা দিয়েছে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়া মানুষের মৌলিক অধিকার। কিন্তু আমরা বলছি, যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন। আর মুক্তিযোদ্ধাদের অধিকার স্বীকৃতি পাওয়া।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আদালতের আদেশের কারণে ১৯৭১ সালে যার বয়স চার বছর ছিল তাকেও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। সে কারণে আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করতে সমস্যায় পড়েছি। তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি, এ সমস্যাটি পুনর্বিবেচনা করবেন আদালত।’