১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নুসরাত হত্যা : পুলিশের তদন্ত কমিটি গঠন

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার বিকেলে মুঠোফোনে পুলিশ সদর দপ্তরের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা  বলেন, ‘পুলিশের উপমহাপরিদর্শক (মিডিয়া) রুহুল আমিনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখবে।’

পুলিশ জানায়, নুসরাত হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সোনাগাজীর ওসির বিরুদ্ধে নুসরাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময় ভিডিও ধারণ করা এবং সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নুসরাত হত্যা : পুলিশের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার বিকেলে মুঠোফোনে পুলিশ সদর দপ্তরের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা  বলেন, ‘পুলিশের উপমহাপরিদর্শক (মিডিয়া) রুহুল আমিনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখবে।’

পুলিশ জানায়, নুসরাত হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সোনাগাজীর ওসির বিরুদ্ধে নুসরাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময় ভিডিও ধারণ করা এবং সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিবি/ ইএম