ঝালকাঠিতে ১০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত যুবক কমল চন্দ্র শীল শহরের পোস্ট অফিস রোডস্থ অমুল্য চন্দ্র শীলের বাসায় ভাড়াটিয়া এবং একটি মাল্টিপারপাস কোম্পানীর কিস্তি আদায়কারী। পটুয়াখালী পাঙ্গাসিয়ার বদরপুর এলাকার মৃত. সধীর চন্দ্র শীলের পুত্র কমল চন্দ্র শীল। বুধবার রাত ১০টার দিকে শহরের শীতলাখোলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি এসআই মফিজুর রহমান তাকে আটক করেন। ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























