নগরীর ডেমরা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ) অবৈধ মাদক দ্রব্য উদ্ধার প্রতিরোধ টিম ও পুলিশের পৃথক অভিযানেতরুনীসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ১ লক্ষ ৫২ হাজার টাকা।শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ডেমরার বাঁশেরল এলাকার ভাড়াটিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানার কলসের কান্দি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে বাবু (২৯) ও একই বাড়ীর ভাড়াটিয়া কক্সবাজারের কক্সবাজার থানার খরুলিয়া মাষ্টারপাড়া গ্রামের মো. আমান উল্লাহর মেয়ে মোছা. আরজিনা আক্তার ওরফে মায়া (১৯)।ডিবি-দক্ষিণ এদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। এদিকে ডেমরা থানা পুলিশ সারুলিয়া ওয়াসা রোড থেকে ওই এলাকার ভাড়াটিয়া কুমিল্লার দেবিদ্বার থানার ছোটনা গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে মো.মামুন মিয়াকে (২৩) গ্রেফতার করে। এসব বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























