মস্তিষ্কে নিখুঁত ও সফলভাবে স্বল্প সময়ে অস্ত্রোপচার করতে আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোস্কপি ও নিউরো এন্ডোস্কপি যন্ত্র স্থাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
বুধবার সকালে এসব যন্ত্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এ সময় ভিসি বলেন, নিউরো এন্ডোসকপি ব্যবহারের ফলে স্বল্পতম কাটাছেঁড়ার মাধ্যমে ব্রেইনের অভ্যন্তরে সফল অস্ত্রোপচার করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভোসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























