০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিন উদ্দিন (৩০) ও লোকমান (৫১) নামে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছের চরজব্বার থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের সেলিমের ছেলে মহিন উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মোজাফর আহম্মদের ছেলে লোকমান। তারা দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে জাহাজমারা গ্রামের প্রভিটা গেইট এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় মহিন উদ্দিনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাজমারা গ্রামের ছৈয়াল বাড়ি সমাজ এলাকা থেকে ৭টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই ব্যক্তির তথ্যের ভিত্তিতে শনিবার সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অপর সদস্য লোকমানকে গ্রেপ্তার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্যগুলো নিশ্চিত করে বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করতো তারা। পরবর্তীতে তা নোয়াখালী’সহ পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

নোয়াখালীর সুবর্ণচরে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

প্রকাশিত : ০৩:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিন উদ্দিন (৩০) ও লোকমান (৫১) নামে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছের চরজব্বার থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের সেলিমের ছেলে মহিন উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মোজাফর আহম্মদের ছেলে লোকমান। তারা দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে জাহাজমারা গ্রামের প্রভিটা গেইট এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় মহিন উদ্দিনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাজমারা গ্রামের ছৈয়াল বাড়ি সমাজ এলাকা থেকে ৭টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই ব্যক্তির তথ্যের ভিত্তিতে শনিবার সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অপর সদস্য লোকমানকে গ্রেপ্তার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্যগুলো নিশ্চিত করে বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করতো তারা। পরবর্তীতে তা নোয়াখালী’সহ পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS