০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্টস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আশুরার ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল বলেন, ইমিগ্রেশন কার্যক্রমের কোনো বন্ধ নেই। সব দিনই খোলা। যথারীতি অন্যান্য দিনের মতোই হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফেরাবে বিএনপি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত : ০৫:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্টস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আশুরার ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল বলেন, ইমিগ্রেশন কার্যক্রমের কোনো বন্ধ নেই। সব দিনই খোলা। যথারীতি অন্যান্য দিনের মতোই হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস