০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রাজৈরের ৪০ জন মৎস্যজীবীদের মাঝে জাল বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাজৈর উপজেলার নিবন্ধিত ৪০ জন মৎস্যজীবীদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়। রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: খালিদুজ্জামান, রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সেলিনা মোস্তফা, সিনিয়র সহকারী পরিচালক জনাব মো: আনিসুজ্জামান, প্রকল্পের সহকারী পরিচালক জনাব মো: আসলাম হোসেন শেখ, উপজেলা প্রকৌশলী, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা হিসাবরক্ষণ অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, বিএডিসি প্রকৌশলী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট সুফলভোগীবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মানিক মৌলিক ও কর্মচারীবৃন্দ।

ট্যাগ :

রাজৈরের ৪০ জন মৎস্যজীবীদের মাঝে জাল বিতরণ

প্রকাশিত : ০৫:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাজৈর উপজেলার নিবন্ধিত ৪০ জন মৎস্যজীবীদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়। রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: খালিদুজ্জামান, রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সেলিনা মোস্তফা, সিনিয়র সহকারী পরিচালক জনাব মো: আনিসুজ্জামান, প্রকল্পের সহকারী পরিচালক জনাব মো: আসলাম হোসেন শেখ, উপজেলা প্রকৌশলী, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা হিসাবরক্ষণ অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, বিএডিসি প্রকৌশলী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট সুফলভোগীবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মানিক মৌলিক ও কর্মচারীবৃন্দ।