১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিগগিরই উড়ন্ত ট্যাক্সি আনছে উবার!

দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সঙ্গে মিলে উড়ন্ত ট্যাক্সি আনছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি শো’তে এই পরিকল্পনার কথা জানিয়েছে তারা। এর নাম দেয়া হয়েছে এস-এ ওয়ান। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি আনার কথা বলছে উবার। অবশেষে তা বাস্তবায়নের পথে হুন্দাই।

এই ট্যাক্সি তৈরি হলে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। এই ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করবে উবার ও হুন্দাই।

জানা গেছে, মাটি থেকে ১ থেকে ২ হাজার ফুট উপরে উড়তে সক্ষম হবে এই ট্যাক্সি যা ছুটতে পারবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে উড়াল দিতে পারবে এটি।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আজ বিচার বিভাগের ‘রোডম্যাপ’ তুলে ধরবেন প্রধান বিচারক

শিগগিরই উড়ন্ত ট্যাক্সি আনছে উবার!

প্রকাশিত : ০৯:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০

দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সঙ্গে মিলে উড়ন্ত ট্যাক্সি আনছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি শো’তে এই পরিকল্পনার কথা জানিয়েছে তারা। এর নাম দেয়া হয়েছে এস-এ ওয়ান। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি আনার কথা বলছে উবার। অবশেষে তা বাস্তবায়নের পথে হুন্দাই।

এই ট্যাক্সি তৈরি হলে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। এই ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করবে উবার ও হুন্দাই।

জানা গেছে, মাটি থেকে ১ থেকে ২ হাজার ফুট উপরে উড়তে সক্ষম হবে এই ট্যাক্সি যা ছুটতে পারবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে উড়াল দিতে পারবে এটি।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান