০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

‘গো্লবাল ওয়াটার পার্টনারশীপ চেইঞ্জ মেইকার এওয়ার্ড’ লাভ করেছে ডরপ’র ‘মা সংসদ’ কার্যক্রম

পানি বিষয় সমস্যা সমাধানে বাংলাদেশে বেসরকারি সংস্থা ‘ডর‌প’ বাস্তবায়িত ‘মা সংসদ’ কার্যক্রম সুইডেনের স্টকহোমের পানি বিষয়ক আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘গো্লবাল ওয়াটার পার্টনারশীপ-জিডব্লিউপি’ এর চেইঞ্জ মেইকার এওয়ার্ড-২০২০ প্রতিযোগিতার প্রথম ফাইনালিষ্ট হিসাবে নির্বাচিত হয়েছে।

সারাবিশ্ব থেকে এ বছর ৩৫০টি চেঞ্জমেকার প্রস্তাবনা মধ্যে তৃণমূল পর্যায়ে পানি বিষয়ক এডভোকেসি ‘মা সংসদ’ কার্যক্রম ফাইনালিষ্ট হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টি সম্প্রতি গো্লবাল ওয়াটার পার্টনারশীপের ওয়েব সাইডে প্রকাশ করা হয়। ২০২১ সালে গো্লবাল ওয়াটার পার্টনারশীপের ‘চেইঞ্জ মেইকার এওয়ার্ড-২০২০’ এর চুড়ান্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডর‌প ‘হেলভিটাস সুইস ইন্টারকোঅপারেশন’ সংস্থার পার্টনারশীপ সহায়তায় উপকূলীয় সুপেয় পানি সংকট সম্পন্ন মোরেলগঞ্জ, পাইকগাছা ও কয়রা উপজেলায় ‘পানিই জীবন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে মা সংসদ কার্যক্রমটি স্থানীয় পর্যায়ে সুপেয় পানি সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

‘গো্লবাল ওয়াটার পার্টনারশীপ চেইঞ্জ মেইকার এওয়ার্ড’ লাভ করেছে ডরপ’র ‘মা সংসদ’ কার্যক্রম

প্রকাশিত : ১২:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

পানি বিষয় সমস্যা সমাধানে বাংলাদেশে বেসরকারি সংস্থা ‘ডর‌প’ বাস্তবায়িত ‘মা সংসদ’ কার্যক্রম সুইডেনের স্টকহোমের পানি বিষয়ক আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘গো্লবাল ওয়াটার পার্টনারশীপ-জিডব্লিউপি’ এর চেইঞ্জ মেইকার এওয়ার্ড-২০২০ প্রতিযোগিতার প্রথম ফাইনালিষ্ট হিসাবে নির্বাচিত হয়েছে।

সারাবিশ্ব থেকে এ বছর ৩৫০টি চেঞ্জমেকার প্রস্তাবনা মধ্যে তৃণমূল পর্যায়ে পানি বিষয়ক এডভোকেসি ‘মা সংসদ’ কার্যক্রম ফাইনালিষ্ট হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টি সম্প্রতি গো্লবাল ওয়াটার পার্টনারশীপের ওয়েব সাইডে প্রকাশ করা হয়। ২০২১ সালে গো্লবাল ওয়াটার পার্টনারশীপের ‘চেইঞ্জ মেইকার এওয়ার্ড-২০২০’ এর চুড়ান্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডর‌প ‘হেলভিটাস সুইস ইন্টারকোঅপারেশন’ সংস্থার পার্টনারশীপ সহায়তায় উপকূলীয় সুপেয় পানি সংকট সম্পন্ন মোরেলগঞ্জ, পাইকগাছা ও কয়রা উপজেলায় ‘পানিই জীবন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে মা সংসদ কার্যক্রমটি স্থানীয় পর্যায়ে সুপেয় পানি সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর