০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

কয়েল কারখানায় অগ্নিকান্ড

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় মশার কয়েল তৈরির এক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জয় কেমিক্যাল কোম্পানী নামের ওই কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে কুনিয়া তারগাছ এলাকার জয় কেমিক্যাল কোম্পানী নামের ওই কয়েল কারখানার ড্রায়ার থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মূহুর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যালে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় দেড় ঘন্টার ওই আগুন নেভানো হয়। আগুনে তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যাল পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গোলাম ইয়াজদানী মালিকানাধীণ ওই কারখানায় সকালের অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।

ট্যাগ :

কয়েল কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় মশার কয়েল তৈরির এক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জয় কেমিক্যাল কোম্পানী নামের ওই কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে কুনিয়া তারগাছ এলাকার জয় কেমিক্যাল কোম্পানী নামের ওই কয়েল কারখানার ড্রায়ার থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মূহুর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যালে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় দেড় ঘন্টার ওই আগুন নেভানো হয়। আগুনে তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যাল পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গোলাম ইয়াজদানী মালিকানাধীণ ওই কারখানায় সকালের অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।