পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভাইস -চ্যান্সেলর নিয়োগের দাবিতে “সংস্কারের মাধ্যমে দূর্নীতি রুখবো- আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো” এলক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রবিবার (২২সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ডীন প্রফেসর ড. আঃ লতিফ, প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিন, প্রফেসর ড. খোকন হোসেন, ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটু ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ২যুগে অনেক মেধাবী শিক্ষক অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। অনেক শিক্ষকই ভালো মানের পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আমাদের ভালো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছেন। যাদের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের মধ্য থেকে যাকে ভাইস- চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হবে তাঁকেই আমরা স্বাদরে বরন করে নেব। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতভেদ নাই।
বিজনেস বাংলাদেশ/ডিএস