১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে শ্রবন ও মিজানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর শহরের গৌরিপুর ও খরারপাড় মহল্লার মধ‍্য গত ৯ সেপ্টেম্বর তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে  রক্তক্ষয়ী সংর্ঘষে নিহত হন গৌরিপুর মহল্লার শ্রাবন ও মিজান নামে দুই যুবক যাদের দুই জনকেই কুমিয়ে মারাত্মক ভাবে জখম করলে ঘঠনারস্থলেই নিহত হন মিজান এবং  পরবর্তীতে শ্রবনকে প্রথমে সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ সেপ্টেম্বর মৃত্যু বরন করেন। এতে গৌরিপুর মহল্লায় সকলের মধ‍্য শোকের ছায়া নেমে আসে।
এই দিকে ঐই  দুইজনকে কুপিয়ে হত‍্যা করায় ১১ সেপ্টেম্বর সদর থানায়  হত‍্যা মামলা দায়ের করা হলেও এখন পযর্ন্ত  কোন আসামি গ্রেফতার না হওয়ায়   স্থানীয় যুব সমাজ গভীর উদ্বেগ বিরাজ করছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিহতের বন্ধু বান্ধব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে গৌরিপুর জামুর দোকান চৌরাস্তার মোড়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল শেযে তবারক বিতরনের আয়জন করা হয়।
শেরপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে প্রায় ১৫ শত মুসুল্লী  দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন দুখিয়া আলম মাদ্রাসার মোহতামিম  মুফতি রফিকুল ইসলাম কাসেমী তিনি তার বক্তব্যে হত‍‍্যার বদলে হত‍্যা সংগঠিত না করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং প্রকৃত দোষীদের সাস্তি দাবী করেন।
ট্যাগ :

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে ছাত্রসমন্বয়দের মতবিনিময়

শেরপুরে শ্রবন ও মিজানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
শেরপুর শহরের গৌরিপুর ও খরারপাড় মহল্লার মধ‍্য গত ৯ সেপ্টেম্বর তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে  রক্তক্ষয়ী সংর্ঘষে নিহত হন গৌরিপুর মহল্লার শ্রাবন ও মিজান নামে দুই যুবক যাদের দুই জনকেই কুমিয়ে মারাত্মক ভাবে জখম করলে ঘঠনারস্থলেই নিহত হন মিজান এবং  পরবর্তীতে শ্রবনকে প্রথমে সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ সেপ্টেম্বর মৃত্যু বরন করেন। এতে গৌরিপুর মহল্লায় সকলের মধ‍্য শোকের ছায়া নেমে আসে।
এই দিকে ঐই  দুইজনকে কুপিয়ে হত‍্যা করায় ১১ সেপ্টেম্বর সদর থানায়  হত‍্যা মামলা দায়ের করা হলেও এখন পযর্ন্ত  কোন আসামি গ্রেফতার না হওয়ায়   স্থানীয় যুব সমাজ গভীর উদ্বেগ বিরাজ করছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিহতের বন্ধু বান্ধব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে গৌরিপুর জামুর দোকান চৌরাস্তার মোড়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল শেযে তবারক বিতরনের আয়জন করা হয়।
শেরপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে প্রায় ১৫ শত মুসুল্লী  দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন দুখিয়া আলম মাদ্রাসার মোহতামিম  মুফতি রফিকুল ইসলাম কাসেমী তিনি তার বক্তব্যে হত‍‍্যার বদলে হত‍্যা সংগঠিত না করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং প্রকৃত দোষীদের সাস্তি দাবী করেন।