১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসাইনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পৌরসভাস্থ পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসাইন বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আমাদের সংগঠনের রোকন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসাইন ইন্তেকাল করেছেন। আমরা ইসলামী আন্দোলনের একজন তেজোদ্দীপ্ত, সাহসী সৈনিককে অকালে হারালাম। তিনি আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন তা ভাবতেও পারিনি। আমরা তাঁর মৃত্যুকে গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন৷

জানা গেছে, সকাল ৯টার সময় আনোয়ার হোসাইন তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সীতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন৷ পথে পন্থিছিলা এলাকায় একটি দ্রুত গতির মিনি পিকআপ ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছুটকে পড়েন এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷

এদিকে তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে সীতাকুণ্ড উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড শহর সাথী শাখা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

এবিষয় কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সকালে পন্থিছিলা এলাকায় একটি দ্রুত গতির মিনি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে ছাত্রসমন্বয়দের মতবিনিময়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

প্রকাশিত : ০৬:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসাইনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পৌরসভাস্থ পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসাইন বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আমাদের সংগঠনের রোকন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসাইন ইন্তেকাল করেছেন। আমরা ইসলামী আন্দোলনের একজন তেজোদ্দীপ্ত, সাহসী সৈনিককে অকালে হারালাম। তিনি আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন তা ভাবতেও পারিনি। আমরা তাঁর মৃত্যুকে গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন৷

জানা গেছে, সকাল ৯টার সময় আনোয়ার হোসাইন তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সীতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন৷ পথে পন্থিছিলা এলাকায় একটি দ্রুত গতির মিনি পিকআপ ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছুটকে পড়েন এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷

এদিকে তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে সীতাকুণ্ড উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড শহর সাথী শাখা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

এবিষয় কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সকালে পন্থিছিলা এলাকায় একটি দ্রুত গতির মিনি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ডিএস