চতুর্থ প্রজন্মের বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অপসারণের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ সংক্রান্ত চিঠি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্বে পালনে ব্যর্থতার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী দুই বছর তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এমডি-উপদেষ্টা অথবা পরামর্শক হতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।























