বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মোকামতলা বাজার থেকে বুধবার রাত ১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সামরিক প্রধান ও শুরা সদস্য বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টার, শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান, সক্রিয় সদস্য আলমগীর ওরফে আরিফ, সক্রিয় সদস্য আফজাল ওরফে লিমন।
বগুড়া জেলা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
পুলিশ বলছে, গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ম্যাগজিন, একটি চাপাতি ও চারটি বর্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, বাবুল আক্তার নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান। তার সাংগঠনিক নাম বাবুল মাস্টার। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।
তিনি বলেন, ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমের পর নব্য জেএমবির উত্তরবঙ্গের নেতৃত্ব দিচ্ছিলেন বাবুল।




















