রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে খুপিয়ে জখম দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শহরের ট্রাইবাল আদম এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ঝর্ণা খীসাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্তজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।




















