নীলফামারীর সদর উপজেলায় আগুনে নয় পরিবারের ৩৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার রাত ১১টার দিকে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিশা পচাঁ গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, খলিশা পচাঁ গ্রামের গনেশ চন্দ্র মোহন্তের ঘরের কুপি থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এসময় আগুনে গণেশ ছাড়াও নলনী কান্ত রায়, গলিমন মোহন্ত, রমেশ মোহন্ত, কৃষ্ণ মোহন্ত, নবকান্ত মোহন্ত, হরেণ মোহন্ত, ধীরেন মোহন্ত ও তেল্লি বালার ১৮টি বসতঘর ও নয়টি রান্না ঘর পুরে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নীলফামারী স্টেশন অফিসার এনামুল হক প্রামানিক জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক।




















