গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ বন্দি ইয়াছের আলী সুমন (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ইয়াছের আলী চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার বাসিন্দা ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে ইয়াছের আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াছের চকবাজার থানার মাদক মামলায় গত ১ এপ্রিল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।




















