১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আ’লীগের প্রথম যৌথসভা ৩ জানুয়ারি শুক্রবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সভায় দেশের সর্বশেষ আর্থ-সামাজিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এই সভা থেকেই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদনের তারিখও নির্ধারণ করা হবে। এর আগে সোমবার ওই শ্রদ্ধা নিবেদন ও টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে প্রবল শৈত্যপ্রবাহ ও বিরূপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা নবমবারের মত দলের সভাপতি এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে কাউন্সিলরদের সমর্থন নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরও ৪০ জন, ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদের ৪৪ জনের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরও ৩২ নেতার নাম ঘোষণা করা হয়। এখনও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ- উভয় ফোরামে ৭টি করে পদ শূন্য রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

আ’লীগের প্রথম যৌথসভা ৩ জানুয়ারি শুক্রবার

প্রকাশিত : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সভায় দেশের সর্বশেষ আর্থ-সামাজিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এই সভা থেকেই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদনের তারিখও নির্ধারণ করা হবে। এর আগে সোমবার ওই শ্রদ্ধা নিবেদন ও টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে প্রবল শৈত্যপ্রবাহ ও বিরূপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা নবমবারের মত দলের সভাপতি এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে কাউন্সিলরদের সমর্থন নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরও ৪০ জন, ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদের ৪৪ জনের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরও ৩২ নেতার নাম ঘোষণা করা হয়। এখনও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ- উভয় ফোরামে ৭টি করে পদ শূন্য রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ