গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রীপুরের মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানার টিনশেড ভবনে আগুন লাগে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।




















