০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

শিশুটির বাড়িতে আসাই হলো কাল

সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকার নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, কিশোরগঞ্জ এলাকায় শিশুটি দাদার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা-মা আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) শিশুটি তার দাদীর সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলে এক যুবক তাকে জুস খাইয়ে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় রাতেই শিশুটিকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানালেও ধর্ষকের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

শিশুটির বাড়িতে আসাই হলো কাল

প্রকাশিত : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০

সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকার নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, কিশোরগঞ্জ এলাকায় শিশুটি দাদার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা-মা আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) শিশুটি তার দাদীর সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলে এক যুবক তাকে জুস খাইয়ে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় রাতেই শিশুটিকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানালেও ধর্ষকের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান