রাশিয়ার আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এ নির্বাচনে তার সহজ জয় প্রায় নিশ্চিত।
দেশটির নিজনি নভগোরোদ নগরীতে একটি গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে বৈঠককালে পুতিন বলেন, আগামী নির্বাচনে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদের একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবো।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়লেও পুতিন গণভোট ধাচের এ প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পাবেন। ২০১৮ সালের ১৮ মার্চ দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ন্যাশনাল স্ট্রাটেজি ইনস্টিটিউটের চেয়ারম্যান মিখাইল রামিজভ বলেন, ‘এটি হবে ভ্লাদিমির পুতিনের ব্যাপারে জনমত যাচাইয়ের গণভোট। এটি হচ্ছে রাজনৈতিক শক্তির প্রকৃত ব্যবস্থা।
এছাড়া বর্তমান জনমত জরিপেও দেখা গেছে ৮০ শতাংশ লোক পুতিনের পক্ষে রয়েছেন।






















